বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন ৬২ জন। সুস্থ হয়েছেন ৭০ জন। গতকাল সোমবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬২ জন। এর মধ্যে বরিশালে ১৭ জন, পটুয়াখালী জেলায় ২, ঝালকাঠিতে ১০, বরগুনায় ১৪, ভোলায় ১৯ ও পিরোজপুরে ৮ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার নতুন শনাক্ত ৬২ জন নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৬২১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪১ হাজার ৪৭০ জন সুস্থ হয়েছেন এবং ৬৭০ জন মৃত্যুবরণ করেছেন। এ ছাড়া বরিশাল শের–ই–বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। করোনা শনাক্তের হার শতকরা ৫ ভাগ।