এসএসসি ও সমমানের পরীক্ষায় গতকাল মঙ্গলবার রংপুর বিভাগের সব কটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। তবে এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবার অনুষ্ঠিত রসায়ন বিষয়ের পরীক্ষায় মোট ৭৭ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৬ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪৩৭ জন। এ সময় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরটখালি উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।