কাচের প্লেট ও জিনিসপত্রে আঘাত লাগলে দ্রুত ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কাচের থালাবাটিতে দাগ পড়লে তা তুলতে গেলেও বিড়ম্বনায় পড়তে হয়। সে ক্ষেত্রে কিছু টিপস মেনে চলতে পারেন।
কাচের প্লেট ও গ্লাস ময়লা হলে মেটালের স্ক্র্যাবার দিয়ে না ঘষে নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করতে পারেন। তাতে স্ক্র্যাচ পড়বে না।
কাচের প্লেট ও গ্লাসে হলদে দাগ পড়লে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর লবণ ও লেবুর রস মিশিয়ে নরম স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে নিন। এতে কাচের জিনিসপত্রের উজ্জ্বলতা বাড়বে।
কাচের জিনিসপত্র ধোয়ার জন্য দীর্ঘদিনের ফেলে রাখা বেসন ডিটারজেন্টের মতো ব্যবহার করতে পারেন।
পরিষ্কার করার সময় কাপ, প্লেট বা গ্লাসের কোনা ভেঙে যেতে পারে। সে ক্ষেত্রে বেসিনে মোটা তোয়ালে বিছিয়ে নিন। তারপর পরিষ্কার করুন। ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে না।