হোম > ছাপা সংস্করণ

আন্তর্জাতিক ধাত্রী দিবস আজ: প্রসূতিদের ভরসা শামীমা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের কোনো সমস্যার বিষয়ে মোবাইল ফোনে কল এলেই হ্যান্ড গ্লাভস, ব্লেড, জীবাণুনাশক সামগ্রী, তুলা, তোয়ালেসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন শামীমা রহমান।

২০০০ সাল থেকে ২৪ বছর ধরে এ কাজ করে যাচ্ছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫২ বছর বয়সী এই ধাত্রী। পেছনের ঘটনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘প্রায় ২৪ বছর আগে অন্তঃসত্ত্বা ছোট বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু ওই সময় একজন নারী চিকিৎসক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। তখন প্রতিজ্ঞা করি, অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের পাশে দাঁড়ানোর। সে সংকল্প নিয়েই এ কাজ করে যাচ্ছি।’

অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের সমস্যার কথা শুনলে নিজের বয়স, অসুস্থতাও বাধা হতে পারে না শামীমার কাছে। খবর পেলেই ছুটে যান সেই বাড়িতে। নবজাতক ও যন্ত্রণাকাতর মাকে সেবা দিয়ে দ্রুত সুস্থ করে না তোলা পর্যন্ত থামেন না তিনি। শুধু নিজ উপজেলায় নয়, পাশের হালুয়াঘাট ও নকলা উপজেলার বিভিন্ন গ্রামেও সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

শামীমা বলেন, ‘এ কাজ আমার ভালো লাগে। এতে ঝড়বৃষ্টি, রাত-বিরাত কোনো কিছুই মনে থাকে না। এটা অনেকটা নেশার মতো হয়ে গেছে।’ 
নালিতাবাড়ী পৌরসভার চকপাড়া মহল্লায় বাড়ি শামীমা রহমানের। স্বামী খলিলুর রহমান মারা গেছেন ২০১০ সালে। প্রায় ২৪ বছর অনেকটা বিনা পয়সায় সেবা দিয়ে যাচ্ছেন তিনি। কেউ খুশি হয়ে কিছু দিলে নেন। তবে নেই কোনো চাহিদা। কেননা সেবা দেওয়ার উদ্দেশ্যেই তিনি বেছে নিয়েছেন এ পেশা। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ