চীনের অধীন হংকং শহরের সংসদ নির্বাচনের নতুন আইনে শুধু ‘দেশপ্রেমিকদের’ অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। নতুন আইনে ভোটারসংখ্যা প্রায় ৯৭ শতাংশ কমানো হয়েছে। যেখানে ২০১৬ সালের নির্বাচনে ভোটার ছিলেন ২ লাখ ৪৬ হাজার ৪৪০, সেখানে আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন কেবল ৭ হাজার ৮৯১ জন। নির্বাচন কমিশনের এই আইন চীন বিরোধীদের নির্বাচনের বাইরে রাখার কৌশল বলে মনে করছেন বিশ্লেষকেরা।