সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর ব্র্যাক অফিস কার্যালয়ে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। ব্র্যাকের ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক এ. এম. কে আশরাফুল মাশরুদ, এলাকা ব্যবস্থাপক মো. আহাদ আলী চৌধুরী, শাখা ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, মো. জাহিদ হাসান এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার মোরশেদা আক্তার প্রমুখ। ওয়ার্কশপটি পরিচালনা করেন ব্র্যাকের সেলপ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. হুমায়ূন কবির।