কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ১৯ হাজার ৫০০ ইয়াবাসহ নুর ফাতেমা নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক নারী ২৪ নম্বর লেদা রোহিঙ্গা শিবিরের ইউছুফের সহধর্মিণী।
র্যাব ১৫-এর জ্যেষ্ঠ পুলিশ সুপার ও সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কক্সবাজারের টেকনাফ সড়কের নাটমুড়া নামক স্থানে অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা নারীকে আটক করে।
তাঁর সঙ্গে সাত মাসের এক দুগ্ধপোষ্য শিশু ছিল। পরে আনসার নারী সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, ওই নারীকে টেকনাফ থানা হয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।