গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী তাজ উদ্দিনের বাড়ির আঙিনায় শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। কে বা কারা মরদেহটি ফেলে রেখে গেছে সে বিষয়ে জানা যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।