বিমানবন্দর রেলস্টেশন থেকে ২৬ হাজার ৬৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার আব্দুল গফুরের দুই ছেলে রফিক আলম ও মনির আলম। পুলিশ বলছে, তাঁরা টেকনাফের শীর্ষ তালিকাভুক্ত ইয়াবা কারবারি এবং ইয়াবা গডফাদার শফিকের ভাই। গতকাল পুলিশ সদর দপ্তর গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রেল পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের চার নম্বর লাইনে দাঁড়ায়। তাঁরা দুই নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করলে সন্দেহবশত আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ইয়াবা ট্যাবলেট বহনের কথা স্বীকার করেন তাঁরা। পরে তাঁদের ট্রলিব্যাগ তল্লাশি করে ২৬ হাজার ৬৩৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক দাম ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।