হোম > ছাপা সংস্করণ

চার বছর ধরে স্বামী নির্যাতনের অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি

ওসমানীনগরে বিয়ে করে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে অভিযোগ করেছেন এক প্রবাসী। তাঁর স্ত্রীর উচ্চাভিলাষী আবদার মেটাতে প্রবাসে উপার্জিত কয়েক লাখ টাকা হারিয়ে তিনি এখন নিঃস্ব। স্ত্রীকে তালাক দিয়েও শান্তিতে থাকতে পারছেন না তিনি।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, নজরুল ইসলামের সঙ্গে ২০১৭ সালে ফেরদৌসী বেগমের বিয়ে হয়। যৌথ পরিবারে নজরুলরা ৩ ভাই। এর মধ্যে তিনি সবার ছোট। কিন্তু বিয়ের প্রথমরাতেই ফেরদৌসী পরিবার থেকে পৃথক হওয়ার জন্য নজরুল ইসলামকে চাপ দেন। বড় দুই ভাইয়ের আয়ের তেমন কোনো উৎস না থাকায় নজরুল পৃথক হতে অসম্মতি জানান।

১০ সেপ্টেম্বর ফেরদৌসী তাঁর ভাই খসরু মিয়াকে নিয়ে ঘরে থাকা মূল্যবান সামগ্রীসহ বাবার বাড়িতে চলে যান। নজরুল ১৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে ফেরদৌসীকে ডিভোর্স দেন। কিন্তু ডিভোর্সের পরেও শান্তি পাচ্ছেন না তিনি। তাঁকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে।

নজরুল ইসলাম বলেন, প্রবাস থেকে ফিরে অনেক স্বপ্ন নিয়ে ফেরদৌসীকে বিয়ে করেছিলাম। কিন্তু এরপর আমার সব স্বপ্ন চুরমার হয়ে গেছে। উপার্জিত লাখ লাখ টাকা ওর পেছনে খরচ হয়েছে। আমাকে প্রায় গৃহবন্দী করে রেখেছিল। এমনকি গত চার বছর আমি মসজিদে গিয়ে নামাজ পড়ারও সুযোগ পাইনি। ঘরের সব কাজ আমাকেই করতে হতো। তালাক দেওয়ার পরও নানাভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য নেওয়া বেগম বলেন, দাম্পত্য জীবনে নানা সমস্যা হয়। কিন্তু এ রকম ঘটনা কখনো শুনিনি। ফেরদৌসীর কাণ্ডে আমি নিজেই হতবাক। এসব বিষয় সমাধানে আমি একাধিকবার তাদের বাড়িতে গেছি। কিন্তু ওই মহিলা কাউকেই মানতে চান না।

এ ব্যাপারে কথা বলতে ফেরদৌসী বেগমের মুঠোফোনে একাধিকবার যোগযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে সবকিছু দেখেছি। আসলেই এই পরিবারটি নানা অশান্তিতে রয়েছে। লিখিত অভিযোগ দিলে ঘটনাটি খতিয়ে দেখব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ