নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
২৪ মামলার পলাতক আসামি অপু ধরকে (৩২) অবশেষে গ্রেপ্তার করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অপু ধরের বিরুদ্ধে দায়ের মামলাগুলোর অধিকাংশই টাকা-পয়সার লেনদেনসংক্রান্ত। এর মধ্যে অন্তত ৫ মামলায় তাঁর বিরুদ্ধে সাজা হয়েছে। তিনি নাইক্ষ্যংছড়ি সদরের মসজিদ ঘোনা এলাকার বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই অপু ধরকে খুঁজছিলেন তাঁরা।