সিরাজগঞ্জের কাজীপুরে দুটি করাতকলের মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দুপুরে উপজেলার মেঘাই নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সে সময় করাতকলের নিবন্ধন না থাকার দায়ে ওই দুই মালিকের তাঁদের অর্থদণ্ড করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন কাজীপুর থানা-পুলিশ।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন হলেন, উপজেলার সাউদটোলা গ্রামের জহুরুল ইসলাম ও মুসলিমপাড়া গ্রামের শহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, লাইসেন্স না থাকার দায়ে করাতকলের মালিকদের অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।