হোম > ছাপা সংস্করণ

কিডনি রোগীদের জন্য ওয়ানস্টপ সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডায়ালিসিস এবং পরবর্তী জটিলতার জন্য কিডনি রোগীদের ছুটতে হয় একাধিক হাসপাতাল কিংবা ক্লিনিকে। ফলে ভোগান্তি বাড়ে রোগী আর স্বজনদের। এই বিড়ম্বনা দূর করে এক জায়গায় কিডনি রোগীর সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্যসেবা খাতের দুই বেসরকারি প্রতিষ্ঠান নিপ্রো-জেএমআই ডায়ালিসিস সেন্টার লিমিটেড এবং ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতাল লিমিটেড।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পান্থপথের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি হয়। নিপ্রো-জেএমআই ডায়ালিসিস সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইউসুফ হোসেন নূর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় হাসপাতালের জায়গা এবং অন্য সুবিধা ব্যবহার করে জাপানি যন্ত্রপাতি, কারিগরি দক্ষতা আর দক্ষ চিকিৎসক-নার্সদের মাধ্যমে কিডনি রোগীদের ওয়ানস্টপ সেবা দেবে নিপ্রো-জেএমআই ডায়ালিসিস সেন্টার।

জেএমআইয়ে আবদুর রাজ্জাক বলেন, ‘নিপ্রো-জেএমআই ডায়ালিসিস সেন্টার বাংলাদেশ-জাপান যৌথ বিনিয়োগের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জাপানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোগীদের ডায়ালিসিস সেবা দিচ্ছিল। এই সেবার পরিধি আরও বাড়াতে আমরা ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালকে সঙ্গে নিলাম।’ নিপ্রো-জেএমআই ডায়ালিসিস সেন্টার লিমিটেডের নির্বাহী পরিচালক কুনিও (কেনি) তাকামিদো বলেন, ‘দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে কিডনি রোগের চিকিৎসাসেবার মান বাড়বে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ