হোম > ছাপা সংস্করণ

মেয়েকে বিদায় দিতে এসে মায়ের মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

রাস্তায় এসে মেয়েকে স্বামীর বাড়ির উদ্দেশে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানান। এরপর আলেয়া খাতুন (৬০) বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের ভেড়ামারা-রায়টা সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ দিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত আলেয়া খাতুনের স্বামী সাত্তার হোসেন মারা যান। মেয়ে রোজিনা বাবার বাড়িতে আসেন। গতকাল শুক্রবার রোজিনা তাঁর স্বামীর বাড়ি ফিরছিলেন। এদিন তিনি মেয়েকে বিদায় জানাতে রাস্তা পর্যন্ত যান। বিদায় দিয়ে ফেরার পথে ভেড়ামারা-রায়টা সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি সিএনজি তাঁকে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সুরতহাল করা হয়েছে। তবে নিহতের কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ