এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বেড়াতে গিয়ে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় নুসরাত জাহান তোয়া (১৩) নামের ওই ছাত্রী দুর্ঘটনার শিকার হয়।
নিহত তোয়া নাসির উদ্দিন ও শায়লা বেগম দম্পতির বড় মেয়ে। নাসির উদ্দিন এলেঙ্গা শামসুল হক কলেজ এলাকার ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় করে ওই ছাত্রী ধলেটেঙ্গর এলাকায় রেললাইনে বসে ছিল। তার সঙ্গে এক যুবককেও দেখা যায়। সকাল ৯টায় উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ওই যুবক প্রাণে রক্ষা পান। পরে তিনি পালিয়ে যান।
এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম বলেন, ‘তোয়া অষ্টম শ্রেণির ছাত্রী। সকালে পুলিশ এবং সাংবাদিকদের মাধ্যমে খবর পায়, সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আজ (গতকাল) তার গণিত পরীক্ষা ছিল।’
নুসরাতের মা শায়লা বেগম বলেন, ‘সকালে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে আগেই বের হয় তোয়া। আমি ও ছোট মেয়ে তাকে কিছু দূর এগিয়েও দিই। বান্ধবীর বাসা থেকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার কথা। কিন্তু ও (তোয়া) রেললাইনে কীভাবে গেল বুঝতে পারছি না।’
ঘারিন্দা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, ‘নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’