ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ৭১ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় মাদকবাহী একটি পিকআপও জব্দ করা হয়।
তাঁরা হলেন ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের সুজন কুমার (৩৩), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মো. সাইদুল ইসলাম (১৯) ও মো. খাইরুল ইসলাম (১৯)।
গতকাল শুক্রবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬টি বস্তা থেকে ৭১ কেজি গাঁজা জব্দ করা হয়।