হোম > ছাপা সংস্করণ

রাজাপুরে রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের খুঁটি!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে পৃথক দুটি ব্রিজের ঢালে দুটি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক সংস্কারকাজ। রাস্তার মাঝে এমনভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা দুটি খুঁটি সড়কে যাতায়াতকারীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের গোপালপুর জগাইর হাটে নির্মাণাধীন সড়কের দুটি সেতুর ঢালে পল্লী বিদ্যুতের দুটি খুঁটি রেখেই চলছে কাজ। ওই বিদ্যুতের খুঁটি দুটি ৭-৮ বছর আগে বসানো হয়। তখন ওই সেতু দুটি ও রাস্তা সরু থাকায় ওই খুঁটি রাস্তার পাশে ছিল। এখন চওড়া করে নতুন সেতু নির্মাণ করা হয়েছে এবং রাস্তাও চওড়া করা হয়েছে। তাই ওই খুঁটি রাস্তার মধ্যে পড়ে গেছে। সড়কটি পাকা করার কাজ ওই সড়কের এক প্রান্ত দিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, রাস্তা পাকাকরণের কাজ শেষ হওয়ার আগেই খুঁটি দুটি সরানো প্রয়োজন।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু জানান, গোপালপুর-জগাইরহাট সড়কের কেওতা সেতুর উত্তর পাড়ের ঢালে একটি ও জগাইর হাট এলাকার সেতুর পূর্ব পাড়ের ঢালে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। পাকাকরণের কাজ করার আগে এগুলো সরাতে হবে।

উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম মধুসূদন রায় বলেন, বহু আগের বিদ্যুতের খুঁটি পূর্বের রাস্তার পাশেই ছিল। কিন্তু নতুন রাস্তা ও সেতু এক্সটেনশন করায় খুঁটি দুটি রাস্তার মধ্যে পড়ে গেছে। ওই খুঁটি সরাতে যে খরচ হবে, সেটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বহন করতে হবে। উপজেলা এলজিইডি প্রকৌশলী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের বরাবর চিঠি দিলেও খুঁটি দুটি সরানোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘ওই খুঁটি দুটি সরাতে ঠিকাদারসহ বিভিন্ন আনুষঙ্গিক কাজে ৫০ হাজার টাকা খরচ হতে পারে। সেই খরচ কে দেবে, এটা নিশ্চিত না হওয়ায় পল্লী বিদ্যুৎ বিভাগ খুঁটি সরাচ্ছে না। ইতিমধ্যে রাস্তার ঠিকাদার উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ