নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বন্দর উপজেলার কদম রসূল দরগাহ জিয়ারত করেছেন। এ সময় তাঁর পক্ষে হাজারো নেতা-কর্মী দরগাহে উপস্থিত হয়ে নৌকার পক্ষে স্লোগান দেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বন্দরের নবীগঞ্জ এলাকায় দরগাহ জিয়ারতে উপস্থিত হন আইভী। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা ফুল দিয়ে বরণ করে নেন তাঁকে। এর মধ্য দিয়ে অনেকটা অঘোষিতভাবেই নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করলেন তিনি।
দরগাহ জিয়ারত শেষ করে আইভীর নেতা–কর্মীরা তাঁর পক্ষে মিছিল করেন। নির্বাচনী ও দলীয় স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। তবে তাঁর আগমন নিয়ে গণমাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি আইভী।