রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে একটি বসতবাড়ি পুড়ে গেছে। গত শনিবার রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রক্তছড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় পৌর কাউন্সিলর জালাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে এলাকার আহমদ ছৈয়দের ছেলে রবিউল আলমের একটি বসতবাড়ি পুড়ে গেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো মালামাল বের করতে পারেননি রবিউল আলম। এতে তাঁদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।’