নেত্রকোনার বারহাট্টায় ৭ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ৮৪ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ করা ইউপি সদস্যদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ২১ জন ছিলেন।
জেলা পরিষদের বারহাট্টা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম তাদের শপথ করান।
শপথ শেষে সকল সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ ও শাহিনুর আক্তার শায়লা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, সদর ইউপির চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, বাউশী ইউপির চেয়ারম্যান মো. শামছুল হক, আসমা ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, চিরাম ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী প্রমুখ।