রংপুর প্রতিনিধি
আন্তরোভার ইউনিট বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রোভার স্কাউট গ্রুপ রানার্সআপ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ।
গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল আয়োজিত অনলাইন জুম কনফারেন্সে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ যুক্ত ছিলেন।
প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারিত ছিল ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জনবান্ধব তথ্য ও প্রযুক্তিই মূল হাতিয়ার’।