মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে বুনো শূকরদলের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জগদীশপুর-অলিপুর সড়কের শাহজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা বাঘাসুরা ইউনিয়নের রিয়াজ নগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে রঘুনন্দন পাহাড় থেকে ২০ থেকে ৩০টি বুনো শূকরের দল লোকালয়ে যাচ্ছিল। পথিমধ্যে ওই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে হানিছ মিয়া, চালক নানু মিয়াসহ চারজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হানিছ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।