হোম > ছাপা সংস্করণ

ক্রেতা-বিক্রেতা এক পাতে

আবির হাকিম, ঢাকা

ঈদের আগে মার্কেট কিংবা শপিং মলে ভিড় বেশি হওয়ার শঙ্কায় রোজা শুরুর পর থেকেই ঈদের কেনাকাটা শুরু করেছেন অনেকে। তুলনামূলক কম ভিড়ের মধ্যে রাজধানীর বিপণিবিতানগুলোতে দরদাম করে কিনতে পারবেন বলেই আগে আগে কেনাকাটা সারছেন অনেকে। কেনাকাটায় ক্রেতা-বিক্রেতার সম্পর্ক অনেক সময়ই মধুর হয় না। দরদাম নিয়ে হয় তুমুল বচসাও। কিন্তু ইফতারের সময় দেখা যায়, পুরো ভিন্ন চিত্র। প্রায় প্রতিটি দোকানেই উপস্থিত ক্রেতাদের নিয়েই ইফতার করেন বিক্রেতারা। গতকাল শনিবার নিউমার্কেট এলাকায় গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সম্প্রীতির এমন চিত্র দেখা গেছে। আশপাশের গাউছিয়া, চাঁদনী চক, নুর ম্যানসন, ধানমন্ডি হকার্স মার্কেটসহ পুরো এলাকায় এমন চিত্র।

ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে ধানমন্ডি থেকে কেনাকাটা করতে এসেছিলেন জাকির শেখ। কখন ঘনিয়ে এসেছে ইফতারের সময়, টের পাননি। তাই দোকানির অনুরোধে তাঁদের সঙ্গেই ইফতার সারেন। দোকানির সঙ্গে ইফতার করার বিষয়ে তিনি বলেন, কেনাকাটায় ব্যস্ত থাকায় কখন ইফতারের সময় হয়েছে, খেয়ালই করেননি।

তিনি বলেন, ‘এখান থেকে রেস্টুরেন্টে কিংবা বাসায় গিয়ে ইফতার পাব না, তাই এখানেই ইফতার করছি। একসঙ্গে ইফতার করতে পেরে ভালো লাগছে।’ মা ফ্যাশন হাউসের দোকানি জানালেন, এখানে অনেকগুলো ইফতারির দোকান আছে। অধিকাংশ ক্রেতাই সেখানে ইফতার করেন। কিন্তু ইফতারের সময় বা তার আগে যেসব ক্রেতা দোকানে আসেন, তাঁদের নিয়ে ইফতার করার চেষ্টা করি। তিনি বলেন, ক্রেতারা আমাদের লক্ষ্মী।

মোহাম্মদপুরের নুরুল আলম জানান, ‘ইফতারের সময় হলে গোটা রাস্তা যেন রেস্টুরেন্টে পরিণত হয়ে যায়।’ নিউমার্কেট বণিক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, ‘এ মার্কেটের ব্যবসায়ীরা সবচেয়ে ব্যস্ত সময় পার করেন রমজানে। তাই ইফতার সারেন দোকানেই। আর ক্রেতারা আমাদের মেহমান। এ কারণে ক্রেতাদের সঙ্গে নিয়েই ইফতার করার চেষ্টা করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ