যশোরের মনিরামপুরে ১২-১৮ বছরের কম বয়সী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৪০ হাজার শিক্ষার্থীকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নয়টি বিদ্যালয়ের ১ হাজার ৬০৫ শিক্ষার্থী উপজেলা পরিষদের সভাকক্ষে এসে টিকার এ ডোজ নিয়েছে। একই সময়ে রাজগঞ্জ ডিগ্রি কলেজে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে এইচএসসির ২৬১ জন ফল প্রত্যাশী।
এর আগে গত বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এসে ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে এ স্তরের ১ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘গত জানুয়ারির ১০ তারিখ থেকে ১২-১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ শুরু হয়। তখন ১০ দিনে স্কুল ও কলেজ পর্যায়ের ৩৭ হাজার ৭০০ শিক্ষার্থী টিকা নেয়। এইচএসসি পরীক্ষা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বরে এসে ১৬টি কলেজের ২ হাজার পরীক্ষার্থী এ টিকার প্রথম ডোজ নিয়েছিল।’
বিকাশ চন্দ্র বলেন, ‘২ হাজার এইচএসসির ফল প্রত্যাশীর মধ্যে বুধ ও বৃহস্পতিবার ১ হাজার ৮১৭ জন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে। বৃহস্পতিবার থেকে ১২-১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। প্রথম দিনে ১ হাজার ৬০৫ জন স্কুল শিক্ষার্থী দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে। শনিবার ১ হাজার ৮০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। আগামী ৯ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ টিকার কাজ সম্পন্ন করা হবে বলে আশা করছি।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘শিক্ষা অফিসের চাহিদা অনুযায়ী বৃহস্পতিবার আমাদের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে উপজেলা পরিষদের সভাকক্ষে স্কুল শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭০০ টিকা ও রাজগঞ্জ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য করোনা টিকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের ৫০০ টিকা পাঠানো হয়েছে।’