নরসিংদীর বেলাবতে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠা সভাপতি ও কবি সুফিয়া কামালের ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মহিলা পরিষদ কার্যালয়ে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের বেলাব শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির বেলাব শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার আমিনা। আলোচনা সভায় মূল বক্তব্য দেন সংগঠনটির বেলাব শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনটির বেলাব শাখার সহসাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, লিগ্যাল এইডের সম্পাদক রোকসানা বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার আমিনা প্রমুখ।
এ সময় বক্তারা সুফিয়া কামালের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে আগামী দিনে নারী মুক্তির তথা মানবাধিকার আদায়ের আন্দোলনে আরও নিবেদিত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।