কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গা শিবির থেকে অপহৃত যুবক ও কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৬ এপিবিএনের একটি দল এ যুবককে অপহরণের খবর পায়। পরে তারা পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে ব্লক-এ/ ১৪–এর বাসিন্দা মো. ইয়াসিনের ছেলে মো. একরামকে (২০) অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এদিকে ২১ নম্বর চাকমারকূল শিবিরে দায়িত্বরত ১৬ এপিবিএনের সদস্যরা মৌখিক অভিযোগের ভিত্তিতে পালংখালী প্রাইমারি স্কুলের পেছনে স্থানীয় আবু ফয়েজের বাসায় অভিযান চালিয় চালায়। সে সেখান থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গত বুধবার বিকেলে রোহিঙ্গা বাজার থেকে সে নিখোঁজ হয়েছিল।
এ বিষয়ে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম বলেন, পৃথক অভিযানে উদ্ধার যুবক ও কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক জিডি দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।