হোম > ছাপা সংস্করণ

অপহৃত রোহিঙ্গা যুবক ও কিশোরী উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে রোহিঙ্গা শিবির থেকে অপহৃত যুবক ও কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এপিবিএন জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৬ এপিবিএনের একটি দল এ যুবককে অপহরণের খবর পায়। পরে তারা পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে ব্লক-এ/ ১৪–এর বাসিন্দা মো. ইয়াসিনের ছেলে মো. একরামকে (২০) অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

এদিকে ২১ নম্বর চাকমারকূল শিবিরে দায়িত্বরত ১৬ এপিবিএনের সদস্যরা মৌখিক অভিযোগের ভিত্তিতে পালংখালী প্রাইমারি স্কুলের পেছনে স্থানীয় আবু ফয়েজের বাসায় অভিযান চালিয় চালায়। সে সেখান থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে রোহিঙ্গা বাজার থেকে সে নিখোঁজ হয়েছিল।

এ বিষয়ে কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম বলেন, পৃথক অভিযানে উদ্ধার যুবক ও কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক জিডি দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ