হোম > ছাপা সংস্করণ

নিখোঁজ গৃহবধূর নাক-মুখ বাঁধা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় নাক-মুখ বাঁধা অবস্থায় রাবেয়া খাতুন রওশন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। গত শনিবার বিকেলে উপজেলার ভুগইল কালীতলা ব্রিজের পাশের বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

৩৫ বছর বয়সী রাবেয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। কাহালু উপজেলার কালাই গ্রামে তাঁর বাবার বাড়ি। এ তথ্য নিশ্চিত করেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার স্বামীর বাড়ি থেকে বের হন রাবেয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে শনিবার কাহালু উপজেলার কালীতলা ব্রিজের পাশের বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাবেয়ার নাক-মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।

ওসি আমবার হোসেন বলেন, গত শনিবার রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাবেয়ার মা রাতেই অজ্ঞাতদের বাদী করে হত্যা মামলা করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ