হোম > ছাপা সংস্করণ

শীতবস্ত্র পেলেন ৫ শতাধিক মানুষ

সিলেট প্রতিনিধি

সিলেটে গরিব, দুঃখী, অসহায় শীতার্ত পাঁচ শতাধিক মানুষ পেলেন শীতবস্ত্র। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের উদ্যোগে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। গত শনিবার রাতে নগরীর রেলস্টেশন এলাকায় শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অসহায় মানুষেরা। তাদের একজন শারীরিক প্রতিবন্ধী কাওসার আহমদ। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে সিলেট রেল স্টেশন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। কাওসার আহমদ বলেন, ‘শীতবস্ত্র পেয়ে খুবই উপকার হলো। আমি খুবই আনন্দিত ও খুশি হয়েছি। এই শীতে আর কষ্ট থাকবে না।’

একইভাবে শারীরিক প্রতিবন্ধী আসখর মিয়াও (৭০) শীতবস্ত্র পেয়ে আনন্দে মেতে ওঠেন। তিনি বলেন, এবারের শীতকাল ভালোই কাটবে।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। এই সময় গরিব, দুঃখী, অসহায় মানুষ শীতের পোশাকের অভাবে চরম দুঃখ-কষ্ট নিয়ে চলছেন। তাঁরা শীতের পোশাক না পেয়ে অনেক কষ্টে থাকেন।

এ সময় তিনি বলেন, সবার উচিত শীতার্ত অসহায় মানুষের পাশে থাকা। শীতে যাতে অসহায় মানুষ দুঃখ-কষ্ট না পায় সে জন্য সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ