দিনাজপুরের নবাবগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে স্কুল পরিচালনা কমিটির ৫ অভিভাবক সদস্য একযোগে পদত্যাগ করেছেন। ঘটনাটি ঘটে উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউপির শিমর উচ্চবিদ্যালয়ে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার ভাদুরিয়া বাজারে এক সংবাদ সম্মেলনে স্কুলের অভিভাবক সদস্য মো. হারুনুর রশিদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির নারী সদস্য ছালেহা বেগম, সাধারণ অভিভাবক হেলাল উদ্দিন, তোজাম্মেল হক ও মমিনুর ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে স্কুল কমিটির মনগড়া সভাপতি নির্বাচন করেন, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এর প্রতিবাদে ১ মার্চ সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে পদত্যাগপত্র জমার দেওয়ার কথা জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গত ৯ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসে সভাপতি পদে প্রত্যক্ষ ভোটে সাবেক সাংসদ আজিজুল হক চৌধুরী এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী পরাজিত হন। আর কমিটির সাধারণ সদস্যদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, ‘আমার কার্যালয়ে শিমর উচ্চবিদ্যালয় কমিটির ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়েছিল। সাধারণ সদস্যদের কোনো ভোট হয়নি। এখন কোনো কারণে যদি পাঁচজন অভিভাবক সদস্য পদত্যাগ করেন, তাহলে নিয়ম অনুযায়ী কমিটি বিলুপ্ত হয়ে যাবে।’