রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে ৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ১৭৫ জন এবং ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৯৩ জন। আজ রোববার থেকে এসএসসি ও সমমানের শুরু হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ জানান, উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলার ৩টি এসএসসি কেন্দ্র হল নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, বিকে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নাদির আহমেদ জানান, বোর্ডের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য নির্দেশ দেন। তা ছাড়া অভিভাবকদের কেন্দ্রে অহেতুক ভিড় না করার জন্য সবিনয় অনুরোধ জানান।