নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জে ইভিএমে ভোট হবে। আমরা আগেও বলেছি, ইভিএম একটা বাটপারির মেশিন। গতকাল সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় হাতপাখার পথসভায় এসব কথা বলেন তিনি।
হাতপাখার প্রার্থী বলেন, ‘নাসিক নির্বাচনে কারসাজি হলে, আমাদের এজেন্টকে বের করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র অবরুদ্ধ করে ফেলা হবে। নারায়ণগঞ্জকে অবরুদ্ধ করে ফেলা হবে।’
মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, রিকশাওয়ালারা ভ্যাট ট্যাক্স দিয়ে সরকারের ফান্ডে টাকা জমায় আর তারা সে টাকা দিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলে। আল্লাহ বলেছেন, ‘আপনারা ধর্ম নিরপেক্ষতার জন্য আওয়ামী লীগকে ভোট দেন, আব্রাহাম লিংকনের গণতন্ত্রের জন্য ধানের শিষে ভোট দেন। আর ইসলামি আন্দোলন বলছে আল্লাহ ও রাসুলের আদর্শ যদি বাস্তবায়ন করতে চান, দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি চান তাহলে হাতপাখার প্রার্থীকে ভোট দিন’