দেশসেরা আইডিয়া প্রকাশ করে ‘ফান্ডিং ফর বাংলাদেশ ১.০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন’। এটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা হাসেম বাঁধনের সংগঠন।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়। এতে স্বাস্থ্য খাতে দেশসেরা তিন জাতীয় ফাউন্ডেশনকে হারিয়ে বাঁধনের সংগঠন প্রথম স্থান অধিকার করে ১ লাখ টাকার সিড ফান্ডিং অর্জন করে।
সূত্র জানায়, এবারের আসরে সর্বমোট ৯৫টি আইডিয়া জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫টি টিম সমাপনী পর্বে তাদের আইডিয়া দর্শক এবং বিচারকদের সামনে পরিবেশন করে।
এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাঁধন জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে তাঁদের এই উদ্যোগ। গত বছর রংপুর এবং খুলনা বিভাগের ৭ হাজার সুবিধাবঞ্চিত শিশুকে এই সেবার আওতায় এনে স্বাস্থ্য সচেতন করা হয়েছে।
বাঁধন বলেন, ‘এবার এই সিড ফান্ডিং দিয়ে সারা দেশের ১৫ হাজার সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুকে নিয়ে স্বাস্থ্য সচেতনতা আয়োজন করতে পারব বলে আমি আশাবাদী।’