চাঁদপুরের মতলব উত্তরে ৩ কৃষকের ১৫ হাজার আখের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের আঁধারে উপজেলার পশ্চিম হানিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন রুহুল আমিন সিকদার, নান্নু তাতী ও নুরুল ইসলাম সিকদার। তাঁরা জানান, ‘কে বা কারা শত্রুতা করে আমাদের জমির আখের চারা কেটে দিয়েছে। এ চারা দিয়ে ২ একর জমিতে আখ রোপণ হতো। এই সময়ে কেনার জন্যও আখের চারা পাওয়া যাবে না।’
কলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহফুজ মিয়া বলেন, এ ধরনের ন্যক্কারজনক কাজ যাঁরা করেছে তাঁরা ঠিক করেনি। তাঁরা দেশের শত্রু।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’