গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে ভারতের দক্ষিণাঞ্চল এবং শ্রীলঙ্কায় অন্তত ৪১ জন মারা গেছে। গতকাল দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। অনেক এলাকায় বৃষ্টির পানি জমে বন্যা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।
ভারতের তামিলনাড়ুতে মারা গেছে ১৬ জন। নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদ প্রদীপ জানান, ভয়াবহ পরিস্থিতি কেটে গেছে। বৃষ্টিপাত এখন কমতে শুরু করবে। অন্যদিকে, শ্রীলঙ্কায় টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছে ২৫ জন।