বাগেরহাটের মোল্লাহাটে বিনা মূল্যে ১৫০ জনকে সার-বীজ ও অর্থসহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা।
এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস উপস্থিত ছিলেন।