প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনা টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে বলে জানিয়েছেন বুথের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে করোনা টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে বলে জানিয়েছেন বুথের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে পটুয়াখালীর ৭৬টি ইউনিয়নে ১ লাখ ১৪ হাজার ডোজ করোনা টিকা দেওয়া হয়। এর অংশ হিসেবে এক মাস পর পটুয়াখালীতে গণটিকা দেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে এ গণটিকা কার্যক্রম শেষ হয় বিকেল ৩টায়।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন জানান, এক মাস আগে পটুয়াখালীতে গণটিকার প্রথম ডোজ দেওয়া হয়। মানুষ উৎসাহের সঙ্গে টিকা নিচ্ছেন। ১ লাখ ১৪ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।