নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকদের ডিজিটাল নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। গতকাল সোমবার নগরীর জিইসি মোড়ে স্থাপিত ট্রাফিক বুথে ডিজিটাল নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন সিএমপি কমিশনার।
এ সময় কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে নিবন্ধিত চালক ও মালিকদের মধ্যে উপহার বিতরণ করেন সিএমপি কমিশনার।
জানা গেছে, ‘আমার গাড়ি নিরাপদ’ নামের এই কার্যক্রমের আওতায় নগরীর বিভিন্ন জায়গায় স্থাপিত মোট ৮টি বুথে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।