হোম > ছাপা সংস্করণ

ভোটকেন্দ্রে থাকবেন আইটি শিক্ষকেরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি ত্রুটি নিরসনে কাজ করবেন আইটি শিক্ষকেরা। এ উপলক্ষে গত ৯ ডিসেম্বর থেকে জেলা নির্বাচন অফিসে ইভিএম ট্রাবল শুটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলার ৭৫ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

৩টি ব্যাচে এই প্রশিক্ষণ হচ্ছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। শেষ ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে আজ মঙ্গলবার। জেলার বিভিন্ন স্কুলের আইটি শিক্ষকেরা এ প্রশিক্ষণ নিচ্ছেন। ভোট কেন্দ্রে প্রশিক্ষিত শিক্ষকেরা ইভিএমের কারিগরি ত্রুটি নিরসনে সহায়তা করা ছাড়াও ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ৩ দিনের প্রশিক্ষণে ইভিএমের ছোট খাট ত্রুটি নিরসনে প্রশিক্ষণার্থীরা পারদর্শিতা অর্জন করবেন। তাঁদের মধ্যে থেকে একটি ইভিএম ভোট কেন্দ্রের জন্য ১-২ জনকে নিয়োগ দেওয়া হবে। কেন্দ্রটিতে তাঁরা টেকনিক্যাল সাপোর্ট দেবেন। এর বাইরে নির্বাচন কমিশন থেকেও ডাটা এন্ট্রি অপারেটর বা টেকনিক্যাল পারসন দেওয়া হয়। তাঁরা সংখ্যায় সীমিত হওয়ায় এ ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে পারদর্শী লোক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ