হোম > ছাপা সংস্করণ

দাম বেড়েছে নিত্যপণ্যের হিমশিম খাচ্ছেন ক্রেতারা

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে বাড়ছে চাল, ডাল, সবজি, মাছ, মাংসসহ নিত্যপণ্যের দাম। ফলে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ জনগণ। ক্রেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম বাড়লেও বাড়েনি মজুরি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।

গতকাল বৃহস্পতিবার পাটকেলঘাটা বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, শিম ৪০ টাকা, টমেটো ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, আলু ১৫ টাকা, কলা ৩০ টাকা, মটরশুঁটি ৬০ টাকা, গাঁজর ৩০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

২-৩ মাসে নিত্যপণ্যের মূল্যতালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম ৫ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দেখা যায়, চাল চিকন ৫৮ টাকা, সয়াবিন তেল ১৬৫ টাকা, সুপার ১৫০, পাম তেল ১৪৮, সরিষার তেল ২০০ টাকা ডাল মসুর ৯৫ টাকা, মুগ ১২০ টাকা, চিনি ৭৫ টাকা, আটা ৩৪ টাকা, গরুর মাংস ৬০০ টাকা, খাসি ৮০০ টাকা, ব্রয়লার ১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মাছের দামও বৃদ্ধি পেয়েছে।

নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মাঝে। দিনমজুরেরা পড়েছেন আরও বিপাকে। জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

গতকাল কথা হয় তৈলকুপি গ্রামের আবদুল জলিলের সঙ্গে। তিনি বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। এমন চলতে থাকলে দুদিন পরে আমাদের পথে বসতে হবে।’

এভাবেই আরও কয়েকজন ক্রেতা তাঁদের অভিমত ব্যক্ত করেন। তাঁদের মতে, ব্যয় এতই বেড়েছে যে, জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলেও ‍অভিযোগ করেন তারা।

পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী আব্দুস সবুর, সামাদ জানান, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অসময়ে বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সরবরাহেও সমস্যা থাকায় কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানানম, জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে জিনিস পত্রের দাম বাড়ে। তবে ব্যবসায়ীরা যদি অস্বাভাবিক কোনো কিছু করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ