হোম > ছাপা সংস্করণ

পুরান ঢাকার কেমিক্যাল কারখানা বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানান্তর প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে পুরান ঢাকায় এখনো বেআইনিভাবে কেমিক্যাল কারখানা চালু রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সরেজমিন পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব বেআইনি কারখানা অচিরে বন্ধ করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার ঢাকা দক্ষিণের ৫৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগে ভূগর্ভস্থ পয়োনালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মেয়র তাপস। এর আগে তিনি ৪২ নম্বর ওয়ার্ডের এসটিএস উদ্বোধন করেন।

পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা ও গুদাম সরাতে সিটি করপোরেশনের নানা উদ্যোগের কথা তুলে ধরে মেয়র তাপস বলেন, ‘২০১৭ সালের পর থেকে এসব প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে না। এরপরও স্থানান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে বেআইনিভাবে কারখানা ও গুদাম চালু রয়েছে। বিষয়টি অন্যান্য কর্তৃপক্ষের নজরে আনছি। শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সভাও করেছি। এখন অন্যান্য কর্তৃপক্ষকে অনুরোধ করব, তারা যেন সরেজমিনে এগুলো পরিদর্শন করে এবং যেগুলো বেআইনিভাবে পরিচালিত হচ্ছে সেগুলো অচিরেই বন্ধ করে দেয়।’

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহমদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ