নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় তিন ওষুধ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নাহার মেডিকেল হলের মালিক আসলাম আলীকে ১ হাজার টাকা, থানা রোডে শহীদ শাহজাহান সুপার মার্কেটে মিনা মেডিকেল হলের মালিক আব্দুর রফিককে ৩ হাজার টাকা এবং কাজল মেডিকেল হলের মালিক কাজল মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ড্রাগ পরির্দশক শাহজাহান ভূঁইয়া উপস্থিত ছিলেন।