গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে আটকের পরে তাঁকে গতকাল রোববার আবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
আটক রোহিঙ্গা যুবকের নাম মো. রুবেল (২২)। তিনি কক্সবাজার জেলার উখিয়া ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে। গত শনিবার রাতে কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, একটি প্রতারক চক্র আটক রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে বের করে এনে তাঁকে ছেড়ে দেয়। পরে তিনি ট্রেনে করে গাজীপুরের জয়দেবপুরে এসে পড়েন। পরে সেখান থেকে ট্রেনের লাইন ধরে হাঁটতে হাঁটতে নছের মার্কেট এলাকায় পৌঁছান। তাঁর কথাবার্তা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাঁকে আটক রেখে পুলিশে খবর দেন।