হোম > ছাপা সংস্করণ

অটোমালিকেরা পেলেন শুভেচ্ছা উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমে আওতায় নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা শুভেচ্ছামূলক উপহারসামগ্রী পেয়েছেন।

গতকাল রোববার বিকেল ৩টায় নগরীর জিইসি মোড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব উপহারসামগ্রী তুলে দেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ সময় সিএমপি কমিশনার বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপদ অনুভূতি ছড়িয়ে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বিভিন্ন সময় সাধারণ যাত্রীরা তাঁদের মূল্যবান সামগ্রী অটোরিকশায় ফেলে যান। তাঁরা যদি নিউমেরিক আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে রাখেন পরবর্তীতে সহজেই সেই অটোরিকশা খুঁজে পাওয়া সম্ভব। এতে অটোরিকশার মাধ্যমে সংঘটিত অপরাধ সহজেই উদ্ঘাটন ও নিয়ন্ত্রণ করা যাবে বলেও মন্তব্য করে তিনি।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের আওতায় বিআরটিএ কর্তৃক অনুমোদিত ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন চলছে। নগরীর ৮টি পয়েন্টে স্থাপিত বুথে ট্রাফিক পুলিশ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান, উপকমিশনার (ট্রাফিক-উত্তর) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মো. শাহাদাৎ হুসেন রাসেল, সিনিয়র সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান, টিআই (পাঁচলাইশ) গাজী মো. শেখ আবদুল্লাহ, টিআই (প্রবর্তক) মঞ্জুর হোসাইন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ