মধুপুরের পাহাড়ি মাটিতে মাল্টা চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের মধ্যে উন্নতজাতের চারা বিতরণ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপরিচালক মাহমুদুল হাসান। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম তালুকদার প্রমুখ।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা জানান, লেবু জাতীয় ফসল সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চাষিদের মাঝে ১ হাজার ১৬৫টি মাল্টার চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ভিয়েতনামের বারোমাসি মাল্টা ও বারি-১ জাতীয় মাল্টার চারা রয়েছে। ওই চারাগুলো দিয়ে বিভিন্ন আকারের প্রদর্শনী প্লট তৈরি করা হবে।