বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজকে আইন, জজ, বিচারক, প্রশাসন সবকিছু শেখ হাসিনার আঁচলে বন্দী। দেশে কোনো নিরপেক্ষ বিচার নেই।’
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আইনমন্ত্রী প্রায়ই আইনি প্রক্রিয়ার কথা বলেন। কোন আইনি প্রক্রিয়ায় জাস্টিস সিনহাকে দেশ থেকে বের করে দিয়েছিলেন? জজ কোর্টের জজ সাহেবকে প্রাণের ভয়ে পালিয়ে যেতে হয়েছে? এটার কোনো উত্তর দিতে পারেননি আইনমন্ত্রী।’
তিনি আরও বলেন, যখন শেখ হাসিনার সঙ্গে প্রধান বিচারপতির কন্ট্রাডিকশন হয়নি, তখন কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা হয়নি। যখন তাঁকে (সিনহা) দেশ থেকে বের করে দিল, তখন তাঁর বিরুদ্ধে মামলাও হলো। এসব থেকেই বোঝা য়ায়, সব শেখ হাসিনার আঁচলে বন্দী।’
রিজভী অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে এমন মামলায় সাজা দেওয়া হয়েছে, যে মামলার কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই।