হোম > ছাপা সংস্করণ

নওগাঁয় মাদকসহ চারজন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে মাদকসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গভীর রাতে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চকমোমিন এলাকার বাসিন্দা মো. আনারুল ইসলাম (৪৫), মো. শাহারিয়ার হোসেন (২৫), মো. সাদ্দাম হোসেন (২৪) ও চকগোবিন্দ এলাকার বাসিন্দা মো. মমিন (২৫)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় চকগোবিন্দ মহল্লার বাসিন্দা মো. মমিনের বাড়ি থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর মধ্যে ওই বাড়িতে থাকা আনারুলের কাছে লুকিয়ে রাখা ১০টি, মমিনের কাছে ৫টি, শাহারিয়ারের কাছে ৫টি এবং সাদ্দামের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পত্নীতলা থানার উপপরিদর্শক মঞ্জুর কাদের বলেন, তাঁরা একসঙ্গে মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে মমিনের বাড়িতে আসর বসিয়েছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ