হোম > ছাপা সংস্করণ

ডাকাতের কবলে তারকা ফুটবলাররা

করিম বেনজেমা
দুর্দান্ত ছন্দে আছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। মাঠে ডিফেন্ডার ও গোলকিপারদের মধ্যে ত্রাস সৃষ্টি করা বেনজেমা নিজেই শিকার হয়েছেন সন্ত্রাসের।
এ বছরের শুরুর দিকে বেনজেমা যখন এইচের বিপক্ষে লড়ছিলেন তখন তাঁর মাদ্রিদের সান সাবেস্টিয়ানের ডি লোস রেয়েসের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। সে সময় বাসায় কেউ না থাকায় ঘটনার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

পল পগবা
সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বাড়তে থাকা ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্তের তালিকায় নাম আছে ম্যানইউর ফরাসি তারকা পল পগবারও। তাঁর অনুপস্থিতিতেই ঘটেছে ডাকাতির ঘটনা। সে সময় ‘রেড ডেভিল’দের হয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের খেলা নিয়ে ব্যস্ত ছিলেন পগবা। সেদিন ম্যাচ হারার পাশাপাশি ডাকাতির ঘটনাও বিপর্যস্ত করেছে তাঁকে। ম্যাচ চলার সময় তাঁর স্ত্রী মাঠেই ছিলেন। 

ভিক্টর লিন্ডেলফ
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ভিক্টর লিন্ডেলফ এখন সুইডেনের তৃতীয় দামি খেলোয়াড়। চলতি মৌসুমে ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বাসা থেকে দূরে ছিলেন, তখনই ঘটনা দুর্ঘটনা। তাঁর স্ত্রী ও সন্তানদের উপস্থিতিতেই একদল দুর্বৃত্ত লিন্ডেলফের বাসায় হামলা করে। শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও আতঙ্কিত হয়ে লিন্ডেলফের স্ত্রী সন্তানদের নিয়ে নিজেদের একটি ঘরে আটকে রেখেছিলেন। 

জোয়াও কানসেলো
চলতি মৌসুমে ডাকাতির শিকার হওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় ঝড় সম্ভবত জোয়াও কানসেলোর ওপর দিয়েই গেছে। ম্যানচেস্টার সিটির এই তারকা খেলোয়াড় শুধু ডাকাতিই নয়, মারধরেরও শিকার হয়েছেন। ৩০ ডিসেম্বর তাঁর বাসায় হানা দেয় ডাকাতদল। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে মারাত্মক আঘাত পান তিনি। এ ঘটনায় তাঁর ম্যাচ খেলা নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। 

গ্যাব্রিয়েল মাগালহায়েস
মাঠে দারুণ সময় পার করা আর্সেনাল সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস বড় ধাক্কা খেয়েছেন এই মৌসুমে। চলতি মৌসুমে এক রাতে বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে ঘরে ফিরছিলেন মাগালহায়েস। বাসায় ফেরার সময় গ্যারেজেই ডাকাতির শিকার হন মাগালহায়েস। গাড়ি পার্ক করে নামার সময়ই এক দুর্বৃত্ত বেসবল ব্যাট হাতে তাঁকে আক্রমণ করে। এ সময় তাঁর সঙ্গে থাকা জিনিসপত্র দাবি করে। তবে ভীত না হয়ে মাগালহায়েস পাল্টা আক্রমণ করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ