হোম > ছাপা সংস্করণ

ঠান্ডা জ্বর কাশির প্রকোপ

শাহীন রহমান, পাবনা

চুয়াডাঙ্গার জীবননগরে ঠান্ডা, জ্বর ও কাশির প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সের মানুষ। স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে যারা আসছে, তাদের অধিকাংশেরই ঠান্ডা জ্বর কাশির সমস্যা।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, আগের থেকে অনেক বেশি রোগী চিকিৎসা নিতে আসছে। যারা চিকিৎসা নিতে আসছে তাদের একটা বড় অংশই জ্বর, ঠান্ডা ও কাশিতে আক্রান্ত। ওয়ার্ড পর্যায়ের ২০টি কমিউনিটি ক্লিনিক, দুটি উপস্বাস্থ্য কেন্দ্র, দুটি ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীদের সেবা চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বর কাশি নিয়ে বিশেষ করে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। প্রতিদিনই শিশুসহ নানা বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, প্রথমে জ্বর আসছে। জ্বর কম হলে শুরু হচ্ছে কাশি। কাশি থেকে সুস্থ হতে অনেক দিন পর্যন্ত সময় লাগছে। সায়ফুর রহমান নামে এক ব্যক্তি জানান, তাঁর ছেলের জ্বর হয়েছিল। এরপর শুরু হয় কাশি। ২০ দিন হয়ে গেল কাশি হয়েছে। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছে। কাশি এখন একটু কম। কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি।

শাহাপুর কমিউনিটি ক্লিনিকের পরিবার কল্যাণ সহকারী আশরাফুন নাহার বলেন, ‘প্রতিদিনই আমাদের ক্লিনিকে ঠান্ডা, জ্বর কাশি নিয়ে চিকিৎসা নিতে লোকজন আসে। তবে জ্বর আর কাশিতে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে প্রতিদিন গড়ে ৬০০ রোগী দেখি। আর ঠান্ডা জ্বর কাশি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋতু পরিবর্তনের প্রভাবে এগুলো হচ্ছে। তবে সাবধান থাকতে হবে, যাতে জ্বর কাশি না হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ