ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিষপানে মোস্তফা কামাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত রোববার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর পৌকানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোস্তফা কামাল ওই গ্রামের বজির উদ্দীনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় বাড়িতে কৃষি কাজে ব্যবহৃত তরল বিষ পান করেন মোস্তফা। বাড়ির লোকজন উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিঠুন দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মোস্তফাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছি। এরপরেও তিনি মারা গেছেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান আজকের পত্রিকাকে জানান, এর আগেও ১ মাস আগে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মোস্তফা। ওই সময় তাঁর পরিবারের সদস্যরা দ্রুত টের পেলে হাসপাতালে নিয়ে যায়। সুস্থ হয়ে বাড়িতে ফেরার পর গতকাল আবার বিষপান করেন।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুরমামলা হয়েছে।