হোম > ছাপা সংস্করণ

কন্যাসন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকবে

প্রশ্ন: আমি নয় বছর বয়সী এক কন্যাসন্তানের জননী। স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। আমি উপার্জনহীন। মেয়ের বাবা স্কুলের বেতন ও খরচ বাবদ কিছু অর্থ দেন। এখন তিনি মেয়েকে নিজের কাছে নিয়ে নিতে চাচ্ছেন, যাতে মেইনটেন্যান্স বাবদ যা দিচ্ছেন, সেটা দিতে না হয়। এ অবস্থায় আমার উদ্বেগ ও প্রশ্ন, মেয়ের বাবা সেটি করতে পারেন কি না? মায়ের উপার্জন নেই বলে মেয়েকে নিজের হেফাজতে নিয়ে নিতে পারেন কি না?

নাম প্রকাশে অনিচ্ছুক, পটিয়া

পরামর্শ: আপনি যদি মুসলিম আইনের অধীন হন, তাহলে আইন অনুযায়ী আপনার কন্যাসন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত আপনার ও আপনার আত্মীয়স্বজনদের তত্ত্বাবধানে রাখতে পারবেন। কন্যার পিতা আপনাকে তার জন্য ভরণপোষণ দিতে বাধ্য। মা দরিদ্র বলে তাঁকে নাবালক সন্তানের জিম্মা থেকে বঞ্চিত করা যাবে না মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। আদালত অনেক সময় শিশুর কল্যাণসাধনের নিমিত্তে স্থির করে থাকেন যে কার তত্ত্বাবধানে শিশুটি থাকলে তার ভালো হবে। এ ক্ষেত্রে যদি আপনার সাবেক স্বামী পুনরায় বিয়ে করে থাকেন, তাহলে স্বভাবতই সন্তান প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত আপনার কাছে থাকবে।

প্রশ্ন: পারিবারিকভাবে দুই বছর আগে আমার বিয়ে হয়। বিয়ের এক বছর পর বুঝতে পারি স্বামী সংসারের প্রতি উদাসীন হয়ে পড়েছেন। পরিবারের প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করতে চান না। প্রায় সময় গভীর রাতে বাসায় ফেরেন। বেশির ভাগ সময় নেশা করে ঘরে আসেন। আমার পক্ষে এভাবে আর সংসার করা সম্ভব হচ্ছে না। আমার পরিবার আমার পক্ষে। আমার জানার বিষয় ছিল, নারীর বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে আইনগত ক্ষমতা কতটুকু? আমি কীভাবে আমার স্বামীকে ডিভোর্স দেব?

–নাম প্রকাশে অনিচ্ছুক, ঝিনাইদহ

পরামর্শ: বিয়ের কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়ে থাকে। আপনার বিয়ের কাবিননামায় এমন ক্ষমতা অর্পণ করা হয়ে থাকলে, আপনি একজন উকিল অথবা কাজি অফিসের মাধ্যমে তালাকের নোটিশ দিতে পারেন। সিটি করপোরেশন বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় সালিস সম্পন্ন করে, তালাক নিবন্ধন করে তালাক কার্যকর করতে পারবেন।

পরামর্শ দিয়েছেন তান্ইয়া নাহার,আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ